পাকিস্তানে আদালত প্রাঙ্গণে আইনজীবীকে গুলি করে হত্যা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৮

সাহস ডেস্ক

পাকিস্তানের লাহোরে একটি দায়রা জজ আদালতে দুর্বৃত্তের গুলিতে এক আইনজীবী নিহত হয়েছেন। এসময় রানা ওয়াইস নামে অপর আরেক জন আহত হন। নিহত আইনজীবীর নাম রানা নাদিম।

২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পুলিশকে উদ্ধৃত করে ডন জানায়, বিচারপতি তাসিউর রেহমানের কোর্টরুমের সামনে ওই আইনজীবীকে গুলি করা হয়। ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারী কাশিফ রাজপুত এবং নিহত আইনজীবীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সম্পত্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ চলছিলো বলেও জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে লাহোর আদালতে প্রাঙ্গণে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। ১ ফেব্রুয়ারি বিচারাধীন হত্যা মামলার এক আসামিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে। এতে এক পুলিশ সদস্যও নিহত হন।

 সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত