ফ্রান্সে অভিবাসীদের মধ্যে গোলাগুলি, গুরুতর আহত ৪

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৮

সাহস ডেস্ক

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দর শহর কেলেতে ইরিত্রিয় ও আফগান অভিবাসীদের মধ্যে বিবাদের পর গোলাগুলির ঘটনায় চারজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অভিবাসীদের মধ্যে হওয়া এ সংঘর্ষে আরও দুইজন গুলিবিদ্ধ এবং অন্তত ১২ জন জখম হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

গুরুতর আহত চারজন ছাড়া বাকিদের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা তাদের।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী গেরার্ড কলম্ব বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ‘গুরুতর এ ঘটনা’ পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আলাদা সম্প্রদায়ের অভিবাসীদের মধ্যে বাক-বিতণ্ডার সূত্র ধরে বিবাদ ও গোলাগুলি শুরু হয়। দুইশ ইরিত্রিয়ান নাগরিক আফগান অভিবাসীদের হুমকি দিলে পুলিশ তাদের নিরাপত্তা দিতে সেখানে হস্তক্ষেপ করে, জানায় কেলের সরকারি দপ্তর।

ফ্রান্সের এ বন্দর এলাকায় ছয়শ অভিবাসীর বাস বলে কর্তৃপক্ষ বললেও, মানবাধিকার সংগঠনগুলো অভিবাসীর সংখ্যা ৮০০-র বেশি বলে দাবি করে আসছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত