উড়ন্ত ফ্লাইটে বিয়ে পড়ালেন পোপ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস উড়ন্ত বিমানে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিয়ে দিলেন। এ বিয়ে পড়ানোর সময় পাত্র-পাত্রী ভূমি থেকে ৩৬ হাজার ফুট ওপরে ছিল। পোপের প্লেনে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে পড়ানো এই বিয়েকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ফ্লাইট এডেন্টডেন্ট পলা পোডেস্ট রুইজ (৩৯) ও কার্লোস সিফুয়ার্দি এলোরিগা (৪১) এর আগে সাধারণভাবে বিয়ে করেছেন। ফ্লাইটে পোপের কাছে বিয়ের আর্শীবাদ চান তারা। পোপ তাদের বলেন, আপনারা কি চান আপনাদের বিয়ে দিয়ে দেই?

ওই যুগল তখন জানান, ২০১০ সালের ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতে তাদের চার্চ ধ্বংস হয়ে যাওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা চার্চে সম্পন্ন করতে পারেননি তারা।

এরপরই সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে সংক্ষিপ্ত ওই ফ্লাইটের মধ্যে ছোট আনুষ্ঠানিকতার মধ্য  দিয়ে পোপ তাদের বিয়ে সম্পন্ন করেন। প্রত্যক্ষদর্শী করা হয় এয়ালাইন্সের শীর্ষ এক কর্মকর্তাকে। 

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত