পাকিস্তানে গির্জায় হামলা, নিহত ৭

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

সাহস ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি গির্জায় সন্ত্রাসীদের আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছে আরও ১৬ জন।

দেশটির সংবাদ মাধ্যম ডননিউজ জানিয়েছে, ১৭ ডিসেম্বর (রবিবার) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত সবাইকে কোয়েটার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

কোয়েটার জারগুন রোডের বেথেল মেমোরিয়াল মেথডিস্ট গির্জায় হামলার এ ঘটনাটি ঘটেছে বলে বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে জানিয়েছেন।

হাসপাতালা সূত্র জানিয়েছে, হাসপাতালে চারজনের লাশ আনা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

বেলুচিস্তানের পুলিশ প্রধান জানিয়েছেন, গির্জাটিতে প্রার্থনা চলাকালে দুই আত্মঘাতী সন্ত্রাসী সেখানে হামলা চালায়, তখন ৪০০ জনের মতো প্রার্থনাকারী ভেতরে ছিলেন।

গির্জাটির নিরাপত্তা নিয়োজিত পুলিশ সদস্যদের ত্বরিত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী প্রাদেশিক আইনপ্রণেতা আনিকা ইরফান পুলিশের এই দাবিকে সমর্থন করেছেন। হামলার পরপরই তিনি গির্জাটিতে উপস্থিত হয়েছিলেন। 

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত