২০ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দুঃখপ্রকাশ!

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৭

অনলাইন ডেস্ক

জাপানে নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে একটি ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য দেশটির একটি রেলওয়ে অপারেটর গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে। এর মধ্যদিয়ে সময়নিষ্ঠা ও ভদ্রতা উভয়ের জন্য জাপানের যে খ্যাতি রয়েছে সেটিরই প্রকাশ ঘটেছে। 

খবরে বলা হয়, জাপানের রাজধানী টোকিওর উত্তরাঞ্চলীয় শহরতলীর মধ্যে চলাচল করা তসুকুবা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় ৯ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের স্থলে ৯ টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে মিনামি নাগারাইয়ামা স্টেশন ছেড়ে যায়।

তসুকুবা এক্সপ্রেস কোম্পানীর এক বিবৃতিতে বলা হয়, এরফলে যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

বিবৃতিতে বলা হয়, তবে এ ঘটনার ব্যাপারে যাত্রীদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ট্রেনটি আগে ছেড়ে যাওয়ায় কোন যাত্রী ট্রেন ধরতে পারেনি এমনটিও ঘটেনি।

সময়নিষ্ঠার জন্য বিশ্বব্যাপী জাপানের রেলওয়ে সার্ভিসের অনেক সুনাম রয়েছে।

সাহস২৪.কম/মশিউর