জাপানে টাইফুন সাওলার আঘাতে ভূমিধসের আশংকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৭, ১২:৩৪

সাহস ডেস্ক

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে শনিবার টাইফুন সাওলা ধেয়ে আসায় সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ এর প্রভাবে শক্তিশালী ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। 

খবরে বলা হয়, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ ঝড় ধেয়ে আসছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাওলার অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।

শনিবার সন্ধ্যার দিকে ঝড়টি ওকিনাওয়া ও গ্রীস্মমন্ডলীয় ছোট দ্বীপপুঞ্জ অতিক্রম করতে যাচ্ছে এবং এটি রবিবার সকাল নাগাদ জাপানের দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার কিছু নদীর বেড়ে যেতে পারে। 
সূত্র: এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত