বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন অস্ট্রিয়ার কুর্জ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:১৬

সাহস ডেস্ক

বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রনেতা হচ্ছেন অস্ট্রিয়ার সিবাস্তিয়ান কুর্জ। দেশটির সাধারণ নির্বাচনে ৩১ বছর বয়সী কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে।

স্থানীয় সময় ১৫ অক্টোবর (রবিবার) পাওয়া সর্বশেষ ভোট গণনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে কার্জের পিপলস পার্টি। ফলে তারা দেশটির পার্লামেন্টের ১৮৩ আসনের মধ্যে ৬২টি আসন পাবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি ফ্রিডম পার্টির সঙ্গে যৌথভাবে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

দলটি জয় পেলে কুর্জ হবেন সবচেয়ে কম বয়সী রাষ্ট্র নেতা। নির্বাচনী প্রচারণায় কুর্জ সীমান্ত সুরক্ষায় অভিবাসীর সংখ্যা সীমিত করা, রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিয়েছেন। এছাড়া ২০১৩ সালে মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন কুর্জ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত