গণমাধ্যমকে গালি দিলেন ট্রাম্প

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

সাহস ডেস্ক

ফ্লোরিডায় ক্যাম্পেইন র‌্যালি অব আমেরিকা নামে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে ‘অসভ্য’ বলে গালি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৮ ফেব্রুয়ারি (শনিবার) ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গণমাধ্যম কখনও সত্য প্রকাশ করে না। কারণ তাদের নিজস্ব ইস্যু থাকে। আর সে অনুযায়ীই সংবাদ পরিবেশন করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন। পাশাপাশি নিজের নেওয়া বিভিন্ন সুদূরপ্রসারী পলিসি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিখ্যাত বানানোর কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক গণমাধ্যম ও তার কর্মীদের ওপর তোপ দেগে যাচ্ছেন ট্রাম্প।

তিনি প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত