ট্রাম্পের উপদেষ্টা পরিষদের ১০ সদস্যের পদত্যাগ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫০

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপদেষ্টা পরিষদের ১০ সদস্য পদত্যাগ করেছেন। ওবামার নিয়োগ দেওয়া এই কমিশনারদের মেয়াদ চলতি বছরের ৩০ মেপ্টেম্বর পর্যন্ত থাকলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচিত বিভিন্ন কাজের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। পদত্যাগকারীদের মধ্যে কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অভিনেতা মুলিক পানচোলিও রয়েছেন।

গত জানুয়ারিতে ২০ সদস্যের এই কমিশনের মধ্যে ৬ জন ট্রাম্পের শপথ গ্রহণের সময়ই পদত্যাগ করেন। সব মিলিয়ে কমিশন থেকে পদত্যাগকারী সদস্যের সংখ্যা ১৬ জনে দাঁড়ালো।

১৫ ফেব্রুয়ারি (বুধবার) লেখা পদত্যাগপত্রে তারা ভিসা বন্ধ, স্বাস্থ্যবীমা আইন বাতিল, অভিবাসন, বর্ণ-বৈষম্য, ধর্ম বিশ্বাস ও সীমান্ত বিষয়ে বাড়াবাড়িসহ আরও কিছু কারণের কথা উল্লেখ করেন।

সম্প্রতি মুসলিম প্রধান ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদও করা হয়েছে ওই পদত্যাগপত্রে।

কমিশন সদস্যরা জানান, এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়ে গত মাসে তারা প্রেসিডেন্টের কাছে পৃথকভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট অফিস থেকে সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত