মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য ভারত সফরে যাচ্ছেন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩২

সাহস ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। আখ্যা দিয়েছিলেন ‘সত্যিকারের বন্ধু রাষ্ট্র ও অংশীদার’ হিসেবে।

সেই বন্ধুত্বের প্রসার আরও বাড়িয়ে নিতে কংগ্রেসের দুটি বড় প্রতিনিধিদল ভারত সফর করতে যাচ্ছে।

অন্তত ২৭ সদস্যের ওই দলের মূল উদ্দেশ্য ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীক প্রসারের দিকটি আরও এগিয়ে নেওয়া। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে আছেন আট কংগ্রেস ম্যান। আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। আর দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩ ফেব্রুয়ারি।

প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসবাদ দমন ইস্যুতে দুই দেশ আলোচনার টেবিলে বসবে বলে জানা গেছে। ভারত সরকার এই আলোচনায় তুলতে পারে ‘এইচ-ওয়ান বি ভিসার’ ইস্যুটি। যাতে আমেরিকাতে থাকা ভারতীয়দের কোনো বিপত্তিতে পড়তে না হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত