ব্রিটিশ পার্লামেন্টের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৬:৩৩

সাহস ডেস্ক

সম্প্রতি নাসিরনগর ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ব্রিটেনে হাউজ অফ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিক্ষোভকারীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এতে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

নানা শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে, নানা ধর্ম বর্ণের শতাধিক নারী পুরুষ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। শ্লোগানে উঠে আসে মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ, সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর, মালাউন নয় আমরা নাগরিক সহ আরো গুরুত্বপূর্ণ ইস্যু।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনরিটি ল-ইয়ার্স ফোরামের সেক্রেটারি স্বপন কুমার মজুমদার, সিপিআরএমবি এর অজিত সাহা, সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের পুষ্পিতা গুপ্ত সহ অনেকে।

এর পাশাপাশি বিক্ষোভকারীদের সাথে ব্রিটিশ পার্লামেন্টের এমপি জিম ফিজ পেট্রিক একাত্মতা ঘোষণা করে জানান, বাংলাদেশে ব্রিটেনের হাই কমিশন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখব।

বিক্ষোভে ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মাইনরিটি ল ইয়ার্স ফোরাম ইউকে, সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে,সার্বজনীন বাবা লোকনাথ এসোসিয়েশন, কেম্পেইন ফর দা প্রটেকশন অফ মাইনোরিটি ইন বাংলদেশ, সনাতন এসোসিয়েশন, শ্রী শ্রী লোকনাথ ভক্ত পরিষদ ইউকে, সিপিআরএমভি, হিন্দু এসোসিয়েশন ইউকে, মাইনোরিটি এসোসিয়েশন ইউকে সিএক্সভিওএনসহ ২৫টি সংগঠন অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত