৩ বছরের শিশুকে বাঁচাতে পদক বেচে দিলেন অলিম্পিয়ান

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৬, ১৯:১৬

অনলাইন ডেস্ক

তিন বছরের শিশুটি তার কেউ নেই। কিন্তু দয়াদ্র অলিম্পিয়ান পিওতর মালাশোস্কির কাছে মনে হলো, একে সুস্থ করে তুলতেই হবে। তাই মাত্র ক’দিন আগে রিওতে জেতা অলিম্পিকের রূপার পদকটা তাকে তুলে দিলেন। এবং তাতে চোখের ক্যান্সারে ভুগতে থাকা ওলেকের জীবনে আশার আলো জ্বলে উঠলো। তার ব্যয়বহুল চিকিৎসার খরচ উঠছে দ্রুত।

পোলিশ ডিসকাস থ্রোয়ার পিওতর ২০০৮ বেইজিং অলিম্পিকেও রূপা জিতেছিলেন। এবার একটুর জন্য সোনা মিস করলেন। তবু জয়ের পর বলেছিলেন, এটাই তার জীবনের সেরা অর্জন। কিন্তু দেশে ফিরে অসুস্থ ওলেকের বিপর্যস্ত মায়ের কাছ থেকে একটা চিঠি পেলেন। তা পেয়ে ৩৩ বছরের অ্যাথলেটের মনটা ভিজে গেল।

এক সপ্তাহ আগেও আমার কাছে সবচেয়ে দামী ছিল এই রূপা। কিন্তু ছোট্ট ওলেকের সুস্থতাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পিওতল বলেছেন, রিওতে আমি সোনার জন্য লড়েছি। এখন সবাইকে আহবান জানাচ্ছি এর চেয়ে দামী কিছুর জন্য লড়তে। ওলেকের জন্য আমার রূপা সোনার চেয়ে দামী হয়ে উঠেছে।

দুই বছর ধরে চোখের ক্যান্সার ওলেকের। নিউ ইয়ার্কের চিকিৎসাই তার একমাত্র আশা। অনলাইন নিলামের পর খুশির সঙ্গে পিওতর সবাইকে জানিয়েছেন খুশির খবর। যেমন সাড়া পেয়েছেন তাতে অভিভূত তিনি। তার মনে হচ্ছে মিরাকল করা সম্ভব। এই না হলে অলিম্পিক অ্যাথলেট!