বাংলাদেশে তিন পরিবর্তন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২

সাহস ডেস্ক

দিন শেষে এই একটা ম্যাচই সব হিসাব-নিকাশ পালটে দিবে দুই দলের। কে যাবে ফাইনালে? উত্তর জানা যাবে ছয় ঘণ্টা পর। গত দুইদিন ধরে চলছে কাগজে-কলমে আর কথার লড়াই।

সব শেষ করে এবার ময়দানি লড়াইয়ে নেমেছে দুইদল। পাকিস্তান আর বাংলাদেশের কাছে টানা দুই হারে আফগানিস্তান আগেই ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। তাই এই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

পিচের কন্ডিশন অনুযায়ী বলা হচ্ছে আগে ব্যাট করে যে দল ২৫০ রানের লক্ষ্য ছুড়ে দিবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।

বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। আঙ্গুলের ব্যথায় সাকিবের বদলে খেলছেন মুমিনুল হক। গত তিন ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করা নাজমুল হাসান শান্তর জায়গায় নেয়া হয়েছে সৌম্য সরকারকে। 

এ ছাড়াও গত ম্যাচে অভিষেক হওয়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে নেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে।

অন্যদিকে মোহাম্মদ আমিরের বদলে পাকিস্তান দলে চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাকা হয়েছে পেসার জুনাইদ খানকে।

বাংলাদেশ
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিয়ানায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

পাকিস্তান
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনাইদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত