জিততে পারল না রিয়াল

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৮

সাহস ডেস্ক

লা লিগায় ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই শুরু থেকে জয়ের ধারা বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ। তবে অ্যাথলেতিক বিলবাওর কাছে জিততে পারল না রিয়াল। তাদের সাথে ১-১ গোলে ‘ড্র’ করেছে লোপেতেগির শিষ্যরা। 

১৫ সেপ্টেম্বর (শনিবার) রাতে ম্যাচটি ‘ড্র’ হয়েছে।

ম্যাচের শুরুতে তুলনামূলক খাপছাড়া ছিলো রিয়াল মাদ্রিদ। তাদের আক্রমণের বিপরীতে ৩২ মিনিটে বিলবাওকে এগিয়ে দেন মুইনাইন। এই অর্ধে আর গোলমুখ উন্মুক্ত করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ইসকো বদলি হিসেবে নামার পর আক্রমণের চিত্র পাল্টায় রিয়ালের। নামার মাত্র তিন মিনিট পর ত্রাতা হয়ে আবির্ভুত হন। গ্যারেথ বেলের ক্রস থেকে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান এই মিডফিল্ডার।

অথচ প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত ছিলো রিয়াল মাদ্রিদ শিবির। জয় ছিলো তিনটিতেই। শেষ দুই ম্যাচে গোলের সংখ্যাও ছিলো চোখে পড়ার মতোন- চারটি! অথচ এদিন শুরু থেকে হুমড়ি খেয়ে পড়েছে তাদের সব আক্রমণ। এমন ড্রয়ে চ্যাম্পিয়নস লিগের আগে প্রস্তুতিটা ভালো হলো না রিয়ালের। 

আগামী বুধবার তারা রোমার বিপক্ষে খেলবে ঘরের মাঠে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত