এক ইনিংসে দলীয় স্কোরের চেয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান মুশফিকের

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৫

সাহস ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ সংগ্রহ পায় ২৬১ রান। দলীয় স্কোরের চাইতে ৫৫ দশমিক ১৭ শতাংশ রান বেশি করেছেন মুশফিক। এই ইনিংস দিয়ে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে গেলেন মুশি।

গতরাতে মুশফিকুরের এমন রেকর্ডের আগে এক ইনিংসে দলীয় স্কোরের চাইতে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান ছিলো তামিমের। ২০১০ সালে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনার হিসেবে ১২৫ রান করেছিলেন তিনি। বাঁ-হাতি এই ওপেনারের সেঞ্চুরির উপর ভর করে ঐ ম্যাচে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফলে ঐ ম্যাচে ৫৪ দশমিক ৮২ রানই ছিলো তামিমের।

বিশ্ব ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলীয় স্কোরের চাইতে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের। ১৯৮৪ সালে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ রান করেন রিচার্ডস। ঐ ম্যাচে ক্যারিবীয়দের সংগ্রহ ছিলো ৯ উইকেটে ২৭২ রান। অর্থাৎ ইনিংসে ৬৯ দশমিক ৪৮ রানই ছিলো রিচার্ডসের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত