মুশফিকের সামনে শুধুই কোহলি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

সাহস ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। যা এশিয়া কাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক দিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ভারতের বিরাট কোহলির। ২০১২ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি।

মুশফিকুরের মতই এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ইউনিস খান। ২০০৪ সালে কলম্বোতে হংকং-এর বিপক্ষে ১২২ বলে ১৪৪ রান করেন ইউনিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত