চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশও: জহির আব্বাস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫১

সাহস ডেস্ক

আর মাত্র কয়েকঘন্টা পর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত ২০১৮ এশিয়া কাপ ১৪তম আসর। এই আসরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। কিন্তু কারা হবে এশিয়ার সেরা? পাকিস্তানের সাবেক খেলোয়াড় জহির আব্বাসের মতে এশিয়ার সেরা হবার দৌড়ে এগিয়ে তার নিজের দেশ। তবে তিনি একথাও বলেছেন, ‘চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে বাংলাদেশেরও।’

আজ ১৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের মাঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু।

গ্রুপ ‘এ’ তে ভারত ও হংকংয়ের সঙ্গে রয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচে হলফ করে কেউই কোনও কিছু বলার সাহস রাখে না। কেন না, ম্যাচের মোড় কখন কোন দিকে ঘুরে যায় সেটা বুঝে উঠা দায়। জহির আব্বাস অবশ্য যুক্তি দিচ্ছেন পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে।

তার মতে, ‘পাকিস্তান এই সময়টায় খুব ভালো খেলছে, আমি বিশ্বাস করি যে তারা এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য মাঠে নামবে। এরপর বলতে গেলে দ্বিতীয় ফেভারিট দল ভারত।’

গ্রুপ পর্বে পাকিস্তানের প্রথম ম্যাচ হংকংয়ের সঙ্গে। জহির আব্বাস মনে করেন, ‘হংকং ম্যাচটা নিয়ে না ভাবলেও চলবে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের ম্যাচটা।’

ভারত-পাকিস্তান ছাড়াও সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার মনে করেন, ‘চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে বাংলাদেশেরও। তারা গত কয়েক বছর ধরে অসাধারণ খেলছে ওয়ানডে ফরম্যাটে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত