এশিয়ান গেমসে হেরেছে সাঁতারুরাও

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ১৭:০০

সাহস ডেস্ক

জাকার্তায় অনুষ্ঠিত এবারের এশিয়ান গেমসে বলার মতো সাফল্য এখন পর্যন্ত কিছুই পায়নি বাংলাদেশ। শুটাররা একের পর এক হতাশাই উপহার দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন সাঁতারুরাও। দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও খাদিজা আক্তার বাদ পড়েছেন বাছাইপর্ব থেকেই।

পুরুষদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে ৪৭ জনের মধ্যে ৩৫তম অবস্থান দখল করেছেন সাগর। তিন নম্বর হিটে আটজনের মধ্যে তিনিই ছিলেন সবার পেছনে। ১০০ মিটার ফ্রি-স্টাইলে ফিনিশিং লাইন ছুঁতে সাগরের সময় লেগেছে ৫৩.৫৯ সেকেন্ড।

অন্যদিকে, মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে খাদিজা আক্তার ৩০ জনের মধ্যে হয়েছেন ২৭তম। দুই নম্বর হিটে খাদিজা হয়েছেন অষ্টম। তাঁর সময় লেগেছে ৩৯.৫৭ সেকেন্ড।

কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বাদ পড়েছেন।

এশিয়ান গেমসের দ্বিতীয় দিন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি ৬১৮ দশমিক ৪ স্কোর করে ৪৪ জনের মধ্যে ১৯তম হন। আরেক শুটার রিসালাতুল ইসলাম হন ২৯তম। তাঁর স্কোর ছিল ৬১৪ দশমিক ৩।

শুটিংয়ে মেয়েরাও ভালো করতে পারেনি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে উম্মে জাকিয়া সুলতানা ৪৬ জনের মধ্যে ২৫তম হন। তাঁর স্কোর ৬১২ দশমিক ৬। আর শারমিন আক্তার রত্না ৬০৯ দশমিক ৭ স্কোর গড়ে ৩৪তম হয়েছেন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত