এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের হার

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৮:১৩

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে এশিয়ান গেমসের ১৮তম আসর। এই আসরে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মেয়েদের কাবাডির সঙ্গে, সাঁতার ও শুটিংয়ের পর কাবাডির পুরুষ ইভেন্টেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।

১৯ আগস্ট (রোববার) নিজেদের প্রথম ম্যাচে ৫০-২১ পয়েন্টে ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ। একই দিনে মেয়েরা ৪৩-২৮ পয়েন্টে চাইনিজ তাইপের কাছে হারে।

ভারতের কাছে বাংলাদেশ হারবে-সেটা অনুমিতই ছিল। তবে এত বড় ব্যবধানে হারবে-তা ধারণা করা হয়নি। এশিয়ান গেমসে পুরুষ কাবাডির লড়াইয়ে পড়শিদের কাছে ৫০-২১ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগেও গেলো ইনচিয়ন এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ৩০-১৫ পয়েন্টে হারে বাংলাদেশ। এশিয়ান গেমসে এর আগে একবারই ভারত এত বেশি পয়েন্ট করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে কাবাডির শুরুর বছরে ভারত ৫২-১৭ পয়েন্টে জয় পায়।

এবার কাবাডিতে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত