অ্যান্ডারসনের কাছে ভারতের হার

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১২:৫১

সাহস ডেস্ক

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে সফরকারী ভারত। ইংলিশদের হয়ে ক্যারিয়ারের সাড়ে পাঁচশতম আর ঐতিহ্যবাহী লর্ডসে শততম উইকেট তুলে নিয়ে ভারতের বিপক্ষে ইনিংস ব্যবধান ১৫৯ রানের জয় এনে দিয়েছেন জেমস অ্যান্ডারসন।

১২ আগস্ট (রবিবার) লর্ডসে ভারতকে হারিয়ে ২-০তে এগিয়ে গেলো ইংলিশরা।

চতুর্থ দিনে ২৮৯ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। সেক্ষেত্রে ম্যাচে ফিরতে হলে প্রথম থেকেই ধরে খেলা প্রয়োজন ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় ইনিংসে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মুরলী বিজয়। অ্যান্ডারসনের বলে উইকেট কিপার জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়তে হয় ভারতীয় ওপেনারকে। এতেই ক্যারিয়ারের নয়া দুই মাইল ফলকে পৌঁছান ৩৬ বছর বয়সী অ্যান্ডারসন।

এর পর লোকেশ রাহুল, কুলদিপ যাদব ও মোহাম্মদ সামিকে ফিরিয়ে দেন ইংলিশদের ইতিহাসের সেরা এই বোলার। 

শেষ পর্যন্ত অপরাজিত ৩৩ রান করা রবিচন্দ্রন অশ্বিন লড়াই করলেও ভারতীয়দের মধ্যে কেউই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। সবমিলিয়ে স্কোর বোর্ডে ১৩০ রান তুলতেই অলআউট হয় সফরকারীরা।

ম্যাচ শেষে অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারে উইকেট দাঁড়ায় ৫৫৩টি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নেয়ার পর এই ইনিংসেও শিকার করেন ৪টি উইকেট।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত