অধিনায়ক হিসেবে মেসির উপর আস্থা রাখছে বার্সেলোনা

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৬:২২

সাহস ডেস্ক

অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা দল ছাড়ার পর এবার মেসির উপরে অধিনায়কের আস্থা রাখছে কাতালান ক্লাব বার্সেলোনা। যদিও আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তেমন সফলতা এখনো ধরা দেয়নি লিওনেল মেসির হাতে। তবুও প্রিয় ক্লাব বার্সেলোনাও আস্থা রাখছে অধিনায়ক মেসির ওপর। এখন থেকে বার্সেলোনার অধিনায়ক মেসি।

১০ আগস্ট (শুক্রবার) কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছে। এর আগে ক্লাবটির অধিনায়ক ছিলে আন্দ্রেস ইনিয়েস্তা। তবে যোগ দিয়েছেন জাপানের জে লীগের দল ভিসেল কোবেতে।

বার্সেলোনার সহ-অধিনায়ক হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন মেসি। ইনিয়েস্তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড তাঁর হাতেই ছিল। ইনিয়েস্তা দল ছাড়ার পর অবধারিতভাবে মেসির নামই আসে অধিনায়ক হিসেবে। বার্সেলোনার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন বুসকেতস।

অধিনায়ক হিসেবে মেসি ব্যর্থ তা বলা যাবে না। আর্জেন্টিনার ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছে মেসির নেতৃত্বেই। ওই আসরে মেসি দুর্দান্ত খেলেন। এছাড়া পর পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে যান অধিনায়ক মেসি। তবে ২০১৮ আসরে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা মাত্র একটি ম্যাচ জেতে। নাইজেরিয়ার বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচটিতে অবশ্য গোল করেন মেসি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত