হাজারি ক্লাবে ফখর জামানের বিশ্ব রেকর্ড

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৪:৫৩

সাহস ডেস্ক

সবচেয়ে কম ম্যাচ খেলে এক হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেন স্যার ভিভ রিচার্ডসকে। স্যার ভিভ রিচার্ডস ২১ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে তার ১ হাজার রান পূর্ণ করেন। এর আগে ৮৭তম ওয়ানডে ম্যাচে স্যার ভিভ রিচার্ডস এ রেকর্ড গড়েন। 

১৯৮০ সালের ২২ জুন ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি এ রেকর্ড গড়েন। দীর্ঘ ৩৮ বছর পর এ রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ফখর জামান। জিম্বাবুয়ের বুলাওয়াতে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তিনি স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড গড়েন।

আজ মাঠে নামার আগে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম (ইনিংসের হিসাবে) এক হাজার রান করার সুযোগ ছিলো ফখরের সামনে। ১৭ ইনিংসে তার রান ৯৮০। পরের তিন ইনিংসে ২০ রান করলেই তিনি গড়তেন নতুন রেকর্ড। তবে আর খেলতে হয়নি তিন ইনিংস। অর্থাৎ ১৮তম ইনিংসে এসেই ১ হাজার রান পূর্ণ করলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এ ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম এক হাজার রান করার কীর্তি আছে ৫ জনের। সর্বপ্রথম এ রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। পরে সেই তালিকায় নাম লেখান কেভিন পিটারসেন (ইংল্যান্ড), জোনাথন ট্রট (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ও বাবর আজম (পাকিস্তান)। প্রত্যেকেই এ কীর্তি গড়তে সময় নেন ২১ ইনিংস।

তবে ফখর জামান এরই মধ্যে গড়েছেন অন্য এক রেকর্ড। যে ক্লাবে তিনিই একমাত্র সদস্য। ওয়ানডে ক্রিকেট এ পর্যন্ত ডাবল সেঞ্চুরি দেখেছে ৮টি। যার মধ্যে রয়েছেন শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দ্র শেহওয়াগ, ক্রিস গেইল, মার্টিন গাপটিলের মতো ব্যাটসম্যানরা। তবে এদের সবাইকে ছাড়িয়ে যান ফখর জামান। 

শচীন টেন্ডুলকার ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি পেয়েছেন নিজের ৪৪২তম ওয়ানডে ম্যাচে এসে। বীরেন্দ্র শেহওয়াগ ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ২৩৯তম ম্যাচে এসে। রোহিত শর্মাকে ডাবল সেঞ্চুরির জন্য খেলেছেন ১০২টি ম্যাচ। ব্যাটিং দানব খ্যাত ক্রিস গেইল ডাবল সেঞ্চুরি পেয়েছেন ক্যারিয়ারের ২৬৫তম ম্যাচে এসে। কিউই ব্যাটসম্যান গাপটিলকে খেলতে হয়েছে ১০৬টি ওয়ানডে। সেখানে ফখর জামান ডাবল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ১৭টি ম্যাচ খেলে।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত