টেস্ট খেলতে চায় না সাকিব-মোস্তাফিজ: পাপন

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৫:৫৭

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। এতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না।’

২০ জুলাই (শুক্রবার) বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে একথা জানান।

এই লজ্জাজনক হারের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন সাকিব আল হাসান। এন্টিগা টেস্টে ব্যাটে-বলে কোন বিভাগেই জ্বলে উঠতে না পারলেও জ্যামাইকা টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নেন সাকিব।

আরেকজন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রমিয়ার লিগ (আইপিএল) খেলতে যেয়ে চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট মিস করেছেন।

পাপন বলেন, ‘দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চায় না।’

তিনি আরো বলেন, ‘মোস্তাফিজ টেস্ট খেলবে না সেটা সরাসরি না বলতে পারলেও টেস্ট খেলা এড়িয়ে চলে। আর সাকিব তো চায়ই না টেস্ট খেলতে।’

এছাড়াও দলের আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের নামও উঠে আসে বিসিবি প্রধানের মুখে। রুবেল হোসেনের কাছে টেস্ট খেলতে নাকি অনেক কঠিন মনে হচ্ছে। যোগ করেন নাজমুল হাসান।

টেস্ট দলে নতুন মুখ আনা লাগবে। এছাড়া কোনও উপায় দেখছেন না বলেও জানান তিনি।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত