বিশ্বকাপ জিততেই আমরা মাঠে নামব : দালিচ

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৮:৪২

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালি ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। যদিও এদিন

কাগজে-কলমে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত বাজিমাত করল ক্রোয়েশিয়া। 

থ্রি-লায়নসদের ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ক্রোয়াটরা। এ নিয়ে প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালি লড়াইয়ে নাম লেখালো তারা।

রূপকথার গল্প রচনা করতে এখন তাদের বাধা ফ্রান্স। আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ১৯৯৮  চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

সেই মহারণ নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না কোচ জ্লাতকো দালিচ। বিশ্বকাপ জিতেই দেশে ফিরতে চান তিনি, ‘আমরা এমন এক জাতি,  যাদের পক্ষে সবই সম্ভব। তাই আমাদের জ্বালানি জুগিয়েছে। সুতরাং ফাইনালে ওঠা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার বাকি কাজটুকু  সম্পন্ন করে দেশে ফিরতে চাই।’

মদ্রিচ-রাকিতিচ-মানজুকিচরা ইংল্যান্ডকে হারানোর পর আনন্দের জোয়ারে ভাসছে ক্রোয়েশিয়া। দেশজুড়ে বিরাজ করছে উৎসব আমেজ।  সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে। কাঁধে কাঁধ মিলিয়ে সুখানুভূতি শেয়ার করছে।

জাতির এই আনন্দের মাঝেই রাখতে চান দালিচ, ‘মনপ্রাণ উজাড় করে আমাদের সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের মনের  অব্যক্ত কথা বুঝি। আপনাদের মান রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্বকাপ জিততেই আমরা মাঠে নামব।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত