মাত্র ৩০ মিনিটেই প্রশ্নবিদ্ধ নেইমারের পুরো ক্যারিয়ার : কাফু

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৮:০৫

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি নেইমার। সমর্থকদের হতাশ করেছে ব্রাজিলও। তবে দেশটির সাবেক অধিনায়ক, কাফু বলছেন ‘এক বা দুই ম্যাচ দিয়ে নেইমারকে বিচার করা ঠিক হবে না।’

নেইমারকে সমর্থন করেও কাফু বলেছেন, ‘বিশ্বকাপে পিএসজির তারকার পারফরম্যান্স তার চোখে নিম্নমুখীই ছিল।’

নিতি আরো বলেন, ‘আমরা তার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম। নেইমার একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমরা মাঠে তার কাছ থেকে অন্যদের চেয়ে ভিন্ন কিছু আশা করি। আর এই জন্যেই তার সমালোচনা করা স্বাভাবিক। আমরা যেমনটা আশা করেছিলাম, তার পারফরম্যান্স তেমন ছিল না।’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় ও ফাউল নিয়ে নেইমারের প্রতিক্রিয়া সস্পর্কে বিশ্বকাপজয়ী অধিনায়কের সংযোজন, ‘নেইমার সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু পুরো ক্যারিয়ারে যা অর্জন করেছেন তা মাত্র ৩০ মিনিটের জন্যেই প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপ এমন একটি জায়গা, এখানে ভুল হলে ক্ষমা করে না। তবে নেইমার আগামীতে আরও স্মার্ট হবেন এবং তিনি অবশ্যই তার গৌরব পুনরুদ্ধার করবেন।’

রোটেশন পদ্ধতিতে কোচ টিটের অধিনায়ক বাছাই নিয়ে কাফু বলেন, ‘দায়িত্ব নেয়ার জন্য আমাদের একজনই তো ছিলেন, নেইমার। তাকে নিয়ে যত দ্রুত সম্ভব টিটেকে দল গোছাতে হবে।’

‘কোয়ালিফায়ার এবং প্রতি ম্যাচ সবগুলোর সফল পরিণতি হল বিশ্বকাপ। তবে দুর্ভাগ্যবশত অনেক সময় ৩০ মিনিটের জন্য চার বছরের কাজ হারিয়ে যায়। তখন সবকিছুতে সন্দেহ হয়। কিন্তু গত সাড়ে তিন বছরে টিটে দারুণ কাজ করেছেন’ -যোগ করেন কাফু।

নিজেদের নতুন করে তুলে ধরতে ব্রাজিল এখন তাকিয়ে ২০১৯ কোপা আমেরিকার দিকে। যে আসরের স্বাগতিক দেশ তারাই।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত