ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া ফাইনালে ক্রোয়েশিয়া

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৪:৩৬

সাহস ডেস্ক

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার এসেই সেমিফাইনাল খেলে বিশ্বকে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। এবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মত সেমিফাইনালে উঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ক্রোয়েশিয়া।

১১ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েটরা।

শুরুতেই ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার ফ্রি-কিক লক্ষ্যভেদ করেন কিয়েরান ট্রিপায়ার। ক্রোয়োশিয়া গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল ঠিকানা খুঁজে পায় জালে। ইংলিশ লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা এই ডিফেন্ডারের এটি প্রথম আন্তর্জাতিক গোল।

পরে ৬৮ মিনিটে ক্রোয়েশিয়াকে খেলার সমতায় ফেরান ইভান পেরিসিচ। ডান দিক থেকে শিমে ভারসালকোর ক্রসে পা অনেক উঁচিয়ে বল জালে পাঠান পেরিসিচ।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৯ মিনিটে এগিয়েও যায় ক্রোয়েশিয়া, চমৎকার গোলটি করেন মারিও মান্দজুকিচ।

১৯৬৬ বিশ্বকাপের পর ইংল্যান্ডের সামনে দ্বিতীয়বারের মতো সুযোগ এসেছিল ফাইনালে খেলার। কিন্তু ১৯৯০ সালের মতো আবারো সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আগামী ১৫ জুলাই (রবিবার) মস্কোর লুঝুকিনি স্টেডিয়ামে নামবেন লুকা মদ্ররিচ নেতৃত্বাধীন দলটি। ইতিহাস তৈরি করলেন মারিও মানজুকিচ-ইভান রাকিটিচরা।

সাহস২৪.কম/খান/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত