চেচনিয়ার সম্মানিক নাগরিকত্ব নিলেন সালাহ

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৮:৫৬

সাহস ডেস্ক

চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে দেখা করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন মোহাম্মদ সালাহ। তবে তাতে থেমে থাকেননি কাদিরভ-সালাহ। সমালোচনার আবহেই চেচনিয়ার ‘সম্মানিক নাগরিকত্ব’ নিয়েছেন মিশরীয় তারকা।

২২ জুন (শুক্রবার) সালাহ’র নাগরিকত্বের অনুমোদন করেছেন কাদিরভ। বিশ্বকাপ শুরুর আগে চেচনিয়ার রাজধানী গজনিতেই নিজেদের অনুশীলন ক্যাম্প গড়েছিল মিশরীয়রা।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সালাহ’র নাগরিকত্বের সব কাজ সম্পন্ন হয়েছে কাদিরভের প্রেসিডেন্টিয়াল বাসভবনে।

এই নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয়বার সালাহ’র সমর্থক হিসেবে দেখা দিলেন কাদিরভ। ১০ জুন প্রথম মিশরের অনুশীলন ক্যাম্পে গিয়েছিলেন। ৩০ মিনিট অনুশীলন দেখার পর লিভারপুল তারকার ইনজুরি আপডেট জানতে পরের দিন হোটেলেও গিয়েছিলেন চেচনিয়ান নেতা।

মিশরীয় দলের অনুশীলন দেখতে আসা ৫০০০ সমর্থকের সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমেও দিয়েছিলেন কাদিরভ। এছাড়া সালাহ’র ২৬তম জন্মদিনে হোটেলে কেকও পাঠিয়েছিলেন তিনি।

প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে মিশরের। গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে সৌদির আরবের বিরুদ্ধে। মিশরের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সৌদি আরবও।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত