ব্রাজিলের জয়ের দিনে মারামারি করলেন সভাপতি

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৬:১৪

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত সময়ের জোড়া গোলে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকায় হাঁসফাঁস করছিলেন সেলেসাও ভক্তরা। উত্তেজনা পেয়ে বসে ব্রাজিল কনফেডারেশন সভাপতিকেও। সেই চাপেই কিনা তিনি মেরে বসলেন ভক্তকে!

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাডি ডে সাও পাওলো লিখেছে, ‘গুরুতর সমস্যায় পড়তে চলেছেন ব্রাজিলিয়ান কনফেডারেশন সভাপতি অ্যান্তনিও কার্লোস নুনেস। অভিযোগ, সেন্ট পিটার্সবার্গের এক রেস্তোরায় ব্রাজিলিয়ান এক সমর্থকের দিকে কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছেন তিনি।’

নেইমারদের খেলা চলাকালীন সময়ে রেস্তোরায় বসে খেলা উপভোগ করছিলেন নুনেস। এমন সময় ব্রাজিল ফুটবল নফেডারেশন(সিবিএফ) নিয়ে তাকে অপ্রীতিকর কিছু প্রশ্ন করে বসেন ওই সমর্থক। কটু ভাষায় গালিও দেন।

জবাবে ওই সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন ৮০ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা নুনেস। এক পর্যায়ে ছুঁড়ে মারেন গ্লাসটাই! তেড়েফুঁড়ে যান প্রশ্নকারীর দিকে, পরে ধাক্কাও দেন সজোরে!

এমন ঘটনার পর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে সেই রেস্তোরা। বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। আর সভাপতিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ।  প্রমাণ হলে সভাপতির পদও হারাতে পারেন নুনেস।  অবশ্য বিশ্বকাপের পর এমনিতেই পদ ছেড়ে দেয়ার কথা তার।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত