ইংলিশদের বিপক্ষে লজ্জাজনক হারে হতাশায় পেইন

প্রকাশ : ২০ জুন ২০১৮, ১২:৫২

সাহস ডেস্ক

চলতি বছরে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ আর সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপরই যেন ছন্নছাড়া একটা দলে রূপান্তর হয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

নিয়মিত অধিনায়কের বদলে অজিদের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় ৩৩ বছর বয়সী উইকেট কিপার-ব্যাটসম্যান পেইনকে। তার নেতৃত্বে আশার বদলে হতাশই হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট।

ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিরা এখন ইংল্যান্ডে। প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ শেষ অস্ট্রেলিয়ার।

প্রথম দুই ম্যাচ হারলেও সেটা চাপা পড়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। কিন্তু তৃতীয় ম্যাচে এসে সেটা আর চাপা থাকলো কই?
ইংলিশরা যে বিশ্ব রেকর্ড করেছে। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইতিহাস সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানে জিতেছে ইয়ন মরগানের দল।

এমন লজ্জাজনক হারের কষ্টটা স্বীকারও করে নিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন। ম্যাচ শেষে পেইন বলেন, আমার ক্রিকেট জীবনে সবচেয়ে কঠিনতম দিন পার করেছি।

নটিংহ্যামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্তটা যে এত বড় লজ্জা দিবে সেটা কে জানতো।

আগে ব্যাট করে ইংলিশ দুই ওপেনার জেসর রয় আর জনি বেয়ারেস্ট্রো জুটি থেকে আসে ৫৯ রান। রয়ের ব্যাটে আসে ৮২ রান। বেয়ারেস্ট্রো খেলেন ১৩৯ রানের ইনিংস।

ওয়ানডাউনে ব্যাট করতে আসা এলেক্স হেলসও তুলে নেন শত রান। তার ব্যাটে ৯২ বলে ১৪৭ রান। মিডল অর্ডারে ইংলিশ অধিনায়ক ঝড় তুলেন চার-ছয়ের। মাত্র ৩০ বলে করেন ৬৭ রান।

৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৮১। যা কিনা একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রান।
ইংলিশদের দেয়া পাহাড়সম রান তাড়া করতে হলে ইতিহাস গড়তে হতো অজিদের। সেটা আর হলো কই। ইংল্যান্ড বোলারদের সামনে মুখ থুবড়ে পরে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।

অজি ওপেনার ট্রাবিস হেড এর সর্বোচ্চ ৫১ রান ছাড়া আর কেউই করতে পারেননি অর্ধশত বা শট রান।
মাত্র ৩৭ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৯ রান পর্যন্ত যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ইংলিশদের হয়ে আদিল রশিদ নেন ৪ উইকেট। মঈন আলী নেন ৩ উইকেট।
সর্বোচ্চ রান করার জন্য ম্যাচ সেরার পুরষ্কার উঠে এলেক্স হেলসের হাতে।

ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইতিহাস:
• ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ৪৮১/৬ নটিংহ্যাম, ২০১৮
• ইংল্যান্ড বনাম পাকিস্তান ৪৪৪/৩ নটিংহ্যাম, ২০১৬
• শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস ৪৪৩/৯ এমেস্টিলভেন, ২০০৬
• দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ৪৩৯/২ জোহানেসবার্গ, ২০১৫
• দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ৪৩৮/৯ জোহানেসবার্গ, ২০০৬

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত