দ্বিতীয় টেস্টে লিড বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১২:০৯

সাহস ডেস্ক

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে ভালোই খেলেছিল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিনের ধরাশয়ী হয়ে গেল স্বাগতিকরা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বেশ দেরি হয়। সারা দিনে খেলাও হয় মাত্র ৫৯ ওভার। যেখানে ইংল্যান্ডের উইকেট নিয়মিত বিরতিতে তুলে নিয়েছে পাকিস্তান। কিন্তু এর মাঝে লিড বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩০২ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ২০০ রান যোগ করে। এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যায়। ফলে ১২৮ রানে এগিয়ে রয়েছে জো রুটরা।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রুট (৪৫) ও ডমিনিক বেস (৪৯) দারুণ খেললেও হাফসেঞ্চুরি তুলে নিতে পারেননি। পরে আমির, আব্বাস ও হাসান ‍আলীদের দাপটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৩৪ রানে অপরাজিত রয়েছেন জস বাটলার। আর ১৬ রানে মাঠ ছাড়েন টম কুরান।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও শাদাব খান। আর একটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও শাদাব খান।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত