নাপোলির নতুন হেড কোচ আনচেলত্তি

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৭:৪২

সাহস ডেস্ক

তিন বছরের চুক্তিতে নাপোলির হেড কোচ হলেন কার্লো আনচেলত্তি। সাবেক চেলসি, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ উত্তরসূরি হলেন সারির।

২৩ মে (বুধবার) নাপোলি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগামী তিন মৌসুম নাপোলির ভার সামলাবেন আনচেলত্তি।’

সিরি আ’তে গত সপ্তাহে দ্বিতীয় স্থান নিয়ে লিগ শেষ করেছে নাপোলি। এর মাঝেই পরিবর্তনের পথে হাঁটলো ইতালিয়ান জায়ান্টরা।

হাই প্রোফাইল এই কোচ সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়ার পর থেকেই চাকরিহীন ছিলেন। তাই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিবৃতিতে, ‘অনন্য এক শহর ও অসাধারণ ভক্তের ক্লাবটিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্ববোধ করছি।’

সারির অধীনে সিরি আ’তে নাপোলির সাফল্য বলতে রানার্স আপ। ২০১৫-১৬ মৌসুম থেকে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। যদিও পরের বছর হয়েছিল তৃতীয়। এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোই ছিল তাদের শেষ গন্তব্য।

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত