বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে চুক্তির বৃদ্ধি লোপেতেগুইর

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৬:৪৫

সাহস ডেস্ক

আসছে রাশিয়া বিশ্বকাপ শুরু হতে এখনও ২২ দিন সময় বাকি। এই বিশ্বকাপক সামনে রেখে নতুন করে চুক্তি বদ্ধ হলেন কোচ জুলেন লোপেতেগুই। এই আসরে অন্যতম ফেভারিট স্পেন। আর দেশটির ফুটবল ম্যানেজমেন্ট তাদের কোচ লোপেতেগুইর ওপর দারুণ আত্মবিশ্বাসী। তাইতো বিশ্বকাপের ফলাফল জানার আগেই তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করা হল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এ প্রসঙ্গে বলেন, ‘আমার জুলেনের সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছি। জাতীয় দলকে লিড করার ক্ষেত্রে তিনিই যোগ্য ব্যক্তি।’

৫১ বছর বয়সী সাবেক গোলরক্ষকের কোচ হিসেবে রাশিয়া বিশ্বকাপই প্রথম কোনো বড় টুর্নামেন্ট। ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জুলেনের সঙ্গে চুক্তি থাকছে স্পেনের।

এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’তে খারাপ ফলের পরেই স্পেনের দায়িত্বে আসেন লোপেতেগুই। সেবার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় স্পেন। তার আগে ভিসেন্ত দেল বস্কের কোচিংয়ে স্পেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০১৪ বিশ্বকাপে হল্যান্ডের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় স্পেন। তারপরেই দেল বস্কের চাকরি যায়। 

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ বি’তে স্পেনের সঙ্গে আছে পর্তুগাল, ইরান, মরক্কো।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত