বিশ্বকাপে সেনেগালের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

প্রকাশ | ১৮ মে ২০১৮, ১৮:৩৭

অনলাইন ডেস্ক

আসছে জুনে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে সেনেগাল। এই আসরে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ আলিউ সিস।

এর আগে ২০০২ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব আসরে পা রেখেই চমক লাগিয়ে দেয় সেনেগাল। এসেই গ্রুপ পর্বে ফ্রান্সকে হারায় এবং ডেনমার্ক ও উরুগুয়ের সঙ্গে ড্র করে চলে যায় নকআউট পর্বে। এরপর সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়ে বাদ পড়ে সেনেগাল। পরে আর দেখা যায়নি তাদেরকে। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর রাশিয়া বিশ্বকাপে নাম লেখালেন আলিউ সিস’র সেনেগাল।

এবারের আসরে সেনেগাল ‘এইচ’ গ্রুপে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোল্যান্ড, কলম্বিয়া এবং জাপান। ১৪ জুন শুরু হওয়া বিশ্বকাপে ১৯ জুন পোল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলিউ সিস’র দল।

সেনেগালের ২৩ সদস্যের স্কোয়াড:
কোচ : আলিউ সিস
গোলরক্ষক : আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।
ডিফেন্ডার : লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।
মিডফিল্ডার : ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।
ফরোয়ার্ড : কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।

সাহস২৪.কম/খান/রাজ