বাফুফের নতুন কোচ জেমি ডে

প্রকাশ | ১৮ মে ২০১৮, ১৮:০৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন সাবেক আর্সেনাল ফুটবলার ও ব্রিটিশ কোচ জেমি ডে। তালিকায় আরেকজন অস্ট্রেলীয় কোচের নাম থাকলেও জেমিকেই বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

১৭ মে (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে এমনটাই জানিয়েছে। 

আসছে সেপ্টেম্বরে ঢাকাতেই বসছে সাফ ফুটবলের আসর। ঘরের মাঠের টুর্নামেন্টকে সামনে রেখে যেখানে ফুটবলারদের ব্যস্ত থাকার কথা নিজেদের ঝালিয়ে নেওয়ায়, সেখানে কোচের অভাবে হচ্ছিল না কিছুই।

তরুণ এই ইংলিশ কোচের অধীনে বাংলাদেশ দল প্রস্তুতিটা শুধু সাফের জন্যই নেবে না, সাথে এশিয়ান গেমসের জন্যও তৈরি হবে দল। আগস্টে শুরু হবে এশিয়ান গেমস।

৩৮ বছর বয়সী জেমি প্রায় দুই মৌসুম (১৯৯৭-১৯৯৮) ছিলেন আর্সেনালের স্কোয়াডে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরেক ক্লাব বোর্নমাউথের হয়েও মাঠে নামা এ ব্রিটিশ ফুটবলার অবশ্য এখন পর্যন্ত কোনো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি।

আগের অস্ট্রেলীয় অ্যান্ড্রু ওর্ডের মতো জেমিও বেশ তরুণ একজন কোচ। বাংলাদেশ দলই হতে যাচ্ছে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।

সাহস২৪.কম/খান/আল মনসুর