নেইমার মাদ্রিদে গেলে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে: রিভালদো

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৫

সাহস ডেস্ক

গত বছর আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। হয়ে পড়েন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। পিএসজির হয়ে অভিষেক মৌসুমটা দারুণ কেটেছে নেইমারের।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে খেলার সময় চোট পান ব্রাজিলিয়ান তারকা। প্রাথমিকভাবে সেরে উঠতে চিকিৎসকরা তাকে তিন মাস সময় বেধে দেন। তবে চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৭ গোল। পিএসজির প্রিন্স হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা নেইমার।

তবু শোনা যাচ্ছে, পিএসজিতে ভালো নেই নেইমার। সতীর্থ ও কোচের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। ফ্রেঞ্চ লিগের খেলার মান নিয়েও সন্তুষ্ট নন তিনি। তাই ক্ষিপ্ত হয়ে প্যারিস ছাড়ছেন নেইমার। পরবর্তী ঘর রিয়াল মাদ্রিদ।

এ গুঞ্জনের বাস্তব প্রতিফলন দেখতে চান ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার রিভালদো। তিনি মনে করেন, ‘প্যারিস ছেড়ে মাদ্রিদে গেলে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে নেইমার।’

রিভালদো বলেন, ‘যদি নেইমার ভবিষ্যতে ব্যালন ডিঅর জিততে চায়, তা হলে লস ব্লাঙ্কোজদের ডেরায় ভেড়া অধিকতর ভালো হবে তার।’

রিভালদো আরো বলেন, ‘ইতিমধ্যে আমি বলেছি- নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে। এর আগে তাকে ঠিকানা পাল্টাতে হবে। পিএসজিতে থেকে কখনও তার সেই স্বপ্ন পূরণ হবে না। রিয়ালে গেলে তা আলোর মুখ দেখবে! ইউরোপের অন্য ক্লাবে গেলেও সে নিজেকে মেলে ধরতে পারবে। সেটি অবশ্যই হতে হবে ইংল্যান্ড, স্পেন, জার্মানি বা ইতালির কোনো ভালোক্লাব।’

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘ইউরোপের চার লিগে (লা লিগা, সিরিআ, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ) যে প্রতিদ্বন্দ্বিতা হয়, ফ্রেঞ্চ লিগে তার বালাই নেই। এখানে খেললে নেইমারের ধার কমে যাবে।’

সাবেক ক্লাব বার্সেলোনায় যাওয়ারও নাকি চেষ্টা করছেন নেইমার। এ নিয়ে রিভালদো বলেন, ‘সে বার্সায় যেতে পারবে না। সেখানে যাওয়াটাও ঠিক হবে না। আপনারা জানেন, কাতালান ক্লাবটিতে তাকে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। পেনাল্টি বা ফ্রি কিক বলেন- সব কিছুতেই ছিল দ্বিতীয়।’

ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে ছুরি-কাঁচির নিচে যেতে হয় নেইমারকে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। ব্রাজিলে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ মুহূর্তে স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারছেন। আশা করছেন, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত