এফএ কাপের ফাইনালে ম্যানইউ

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৪:৩৭

সাহস ডেস্ক

এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলি মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দারুণ জয় নিয়ে লিগের ২৯তম ফাইনালে উঠার রেকর্ড গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।

২১ এপ্রিল (শনিবার) টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।

ম্যাচের শুরুতে ১১তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের পাসে ডেলে আলীর গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।  কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টটেনহ্যাম।  ২৪ মিনিটে পল পোগবার বাঁকানো পাসে ম্যানইউকে সমতায় ফেরান চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ।  এনিয়ে ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে ৮ ম্যাচে ৮ গোল করলেন সানচেজ। আরও ভালো কয়েকটি সুযোগ পেলেও প্রথমার্ধে আর কোন গো না পেয়ে ১-১ গোল নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রোমেলু লুকাকুর পাস থেকে দ্বিতীয় গোলটি করেন অ্যান্ডার হেরেরা। এরপর আর কোন গোল না হলে ২-১ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

এই নিয়ে ২০তম এফএ কাপ ফাইনালে উঠে আর্সেনালের রেকর্ডে ভাগ বসাল ম্যানইউ। ম্যানইউর সঙ্গে ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে ২২ এপ্রিল (রবিবার) মুখোমুখি হচ্ছে চেলসি ও সাউদাম্পটন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত