ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সার রেকর্ড

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো কাতালান  ক্লাব স্বাগতিক বর্সেলোনা। এই জয় নিয়ে টানা ৩৯ ম্যাচ অপারাজেয় রেকর্ড গড়লো বার্সেলোনা।

১৪ এপ্রিল (শুক্রবার) ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারায় এরনেস্তো ভালভারদের শিষ্যরা।

খেলার ১৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। ফিলিপে কৌতিনিয়োর থ্রু-বল ছয় গজ বক্সে পেয়ে পোস্ট ঘেঁষে জালে  পাঠান সুয়ারেজ। চলতি লিগে উরুগুইয়ান তারকার ২৩ নম্বর গোল এটি। সুয়ারেজের এই একটি গোল নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে  দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়োর কর্নারে হেডে বল জালে  জড়ান ফরাসি ডিফেন্ডার উমতিতি।

৮৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান দানিয়েল পারেহো। স্প্যানিশ এই মিডফিল্ডারকেই বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে  ফাউল করলে পেনাল্টিটি পায় ভালেন্সিয়া।

৩২ ম্যাচে ২৫ জয় ও সাত ড্রয়ে শীর্ষস্থান আরও মজবুত করা বার্সার পয়েন্ট ৮২। ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ  কম খেলা আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩২ ম্যাচে ৬৫। 

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত