রাবাদার দুই টেস্টে নিষিদ্ধ ও জরিমানা ৫০ শতাংশ

প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৮:৩৬

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কাগিসো রাবাদা। এই পেসার রাবাদাকে সামনের দুই টেস্ট সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন তরুণ পেসার। জরিমানাও গুনতে হবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ।

গত ১২ মার্চ (সোমবার) সেন্ট জর্জেস পার্কে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে দুটি অভিযোগ ওঠে রাবাদার বিপেক্ষ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আউট করার পর স্টিভেন স্মিথের গায়ে লাগে তার কাঁধ। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেন রাবাদা।

প্রথম অভিযোগ রাবাদা অস্বীকার করেন। তবে শুনানিতে দোষী প্রমাণিত হন তিনি। এই কাণ্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট পান রাবাদা। সঙ্গে তাকে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ৫০ শতাংশ। ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে সিরিজের শেষ দুটি টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

ওয়ার্নারকে বেরিয়ে যাওয়ার পথ দেখানোয় তাকে ম্যাচ ফি’র আরও ১৫ শতাংশ জরিমানা করা হয় রাবাদাকে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত