সফল হয়েছে নেইমারের অস্ত্রোপচার

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৮:০৯

সাহস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে গোড়ালিতে চোট পায়ে মাঠ ছাড়েন পিএসজি ফরোয়ার্ড নেইমার। পরে নেইমারের পায়ে অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা। 

পায়ে সফল অস্ত্রোপচার শেষে তার সুস্থ হয়ে ফেরার খবর ৬ সপ্তাহের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সফল অস্ত্রোপচার শেষ হয় বেলো হরাইজন্তের দেই হাসপাতালে। সার্জারি করতে সময় লাগে ১ ঘণ্টা ১৫ মিনিট।

০৪ মার্চ (রবিবার) সার্জারির ২৪ ঘণ্টার পর তাকে সকালেই ছেড়ে দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে চিকিৎসক লাসমার জানিয়েছেন, ‘আসলে সেরে উঠা পুরোপুরি নির্ভর করছে নেইমারের শারীরিক অবস্থার ওপর। ৬ সপ্তাহ পরই মূল্যায়ন করে কিছু বলা যাবে।’

একই কথা জানিয়েছেন নেইমারের পিএসজি চিকিৎসক জেরার্ড সেইল্যান্ট। তিনি জানিয়েছেন, ‘আসলে এখনই চূড়ান্তভাবে ফেলার সময় নিয়ে কিছু বলা যাবে না। ৬ সপ্তাহ পরেই বিস্তারিত কিছু বলা যাবে।’ 

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত