ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ এক নম্বর রশিদ খান

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭

সাহস ডেস্ক

অবিশ্বাস্য ধারাবাহিকতা আর সাফল্যের রথ ছুটিয়ে রশিদ খান পৌঁছে গেলেন গৌরবের নতুন ঠিকানায়। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠেছেন সময়ের আলোচিত এই আফগান লেগ স্পিনার। ওয়ানডে বোলারদের চূড়ায় ওঠা সবচেয়ে কম বয়সী বোলার তিনিই।

মঙ্গলবার র‌্যাঙ্কিং প্রকাশের দিন রশিদের বয়স ১৯ বছর ১৫৩ দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে রশিদ এক লাফে এগিয়েছেন ৮ ধাপ। ক্যারিয়ার সেরা ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই সাড়া জাগানো এই লেগ স্পিনার ৩৭ ওয়ানডেতে নিয়েছেন ৮৬ উইকেট। দ্রুততম একশ উইকেটের রেকর্ডের পথে আছেন ভালোমতোই।

তবে চূড়ায় এখন রশিদ একাই নন। যৌথভাবে শীর্ষে তার সঙ্গী জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ভারতীয় পেসার এগিয়েছেন দুই ধাপ। ৭৮৭ রেটিং পয়েন্ট তারও ক্যারিয়ার সেরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১৬ উইকেট নিয়ে যুজবেন্দ্র চেহেল এগিয়েছেন ২১ ধাপ। উঠেছেন ৮ নম্বরে। একই সিরিজে ১৭ উইকেট নেওয়া চায়নাম্যান বোলার কুলদীপ যাদব এক লাফে এগিয়েছেন ৪৭ ধাপ। উঠেছেন ১৫ নম্বরে।

ভারত সিরিজের ব্যর্থতায় ৫ ধাপ পিছিয়ে ছয়ে নেমেছেন আগের শীর্ষ বোলার ইমরান তাহির। রশিদের স্বদেশি অফ স্পিনার মোহাম্মদ নবি ৭ ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে।

শুধু বোলারদের র‌্যাঙ্কিংয়েই নয়, রশিদ এখন সেরাদের একজন অলরাউন্ডারদের মধ্যেও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচেই করেছেন ঝড়ো ৪৩ রান। ব্যাট হাতে টুকটাক অবদান রাখেন প্রায়ই। ১১ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এখন তিনি চার নম্বরে।

অলরাউন্ডারদের শীর্ষ তিনে পরিবর্তন নেই। আগের মতোই এক, দুই ও তিনে সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নবি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত