নিউজিল্যান্ড-পাকিস্তানের সিরিজ নিশ্চিত করল বোল্ট

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১৪:০৫

সাহস ডেস্ক

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তাদের ৭৪ রানে গুটিয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

১৩ জানুয়ারি (শনিবার) ইউনিভার্সিটি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৫৮ রানের তার্গেট দেয় নিউজিল্যান্ড। 

শুরুতেই মানরোকে হারিয়ে মার্টিন গাপটিলের সঙ্গে ৬৯ ও রস টেইলরের সঙ্গে ৭৪ রানের দুটি জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান কেন উইলিয়ামসন।

মার্টিন গাপটিল ৪৫, কেন উইলিয়ামসন ৭৩, রস টেইলর ৫২, টম লাথাম ৩৫ রান নিয়ে ৫০ ওভারে সব ইউকেট হারিয়ে সর্বমোট 
২৫৭ রান করেন স্বাগতিকরা। 

২৫৭ রান তাড়া করতে গিয়ে ২৭.২ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম দুই ওভারে ফিরে যায় দুই ওপেনার আজহার আলি ও ফখর জামান।

২ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। রান আউট হয়ে ফিরেন বাবর আজম। উইকেট শিকারে লকি ফার্গুসন, কলিন মানরোও যোগ দিলে দিশেহারা হয়ে পড়ে অতিথিরা।

ওয়ানডেতে সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কা থেকে দলকে বাঁচান অধিনায়ক সরফরাজ আহমেদ। ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির আর রুম্মান রাইসের সাথে তার ছোট ছোট জুটিতে ৭৪ পর্যন্ত যায় দলটি।

১৭ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান বাঁহাতি পেসার বোল্টের। ১৮৩ রানের জয়ে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে কেন উইলিয়ামসনের দল।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৫৭ (গাপটিল ৪৫, মানরো ৮, উইলিয়ামসন ৭৩, টেইলর ৫২, ল্যাথাম ৩৫, নিকোলস ০, স্যান্টনার ৬, অ্যাস্টল ৫, সাউদি ৬, ফার্গুসন ৬*, বোল্ট ১৩; আমির ০/৩৪, ফাহিম ১/২৯, রাইস ৩/৫১, হাসান ৩/৫৯, শাদাব ২/৫১, মালিক ০/৩১)

পাকিস্তান: ২৭.২ ওভারে ৭৪ (আজহার ০, ফখর ২, বাবর ৮, হাফিজ ০, মালিক ৩, সরফরাজ ১৪*, শাদাব ০, ফাহিম ১০, হাসান ১, আমির ১৪, রাইস ১৬; সাউদি ০/১৯, বোল্ট ১৭/৫, মানরো ২/১০, ফার্গুসন ২/২৮)

ফল: নিউ জিল্যান্ড ১৮৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট।

আগামী মঙ্গলবার হ্যামিল্টনে হবে চতুর্থ ওয়ানডে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত