রোনালদোর গোলে শিরোপা জিতলো রিয়াল

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২

সাহস ডেস্ক

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর বিপক্ষে ০-১ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রোনালদোর রিয়াল মাদ্রিদ। রোনালদোর গোলেই রিয়াল মাদ্রিদ জিতে নেয় ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

১৬ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ।

শিরোপা লড়াইয়ে ম্যাচের ২৩তম মিনিটে প্রথম সুযোগটি পায় রিয়াল। লুকা মদ্রিচের বিপজ্জনক ক্রস রক্ষণে প্রতিহত হলেও ফাঁকায় পেয়ে যান দানি কারভাহাল; তবে তার শট কর্নারের বিনিময়ে ফেরান গ্রেমিওর গোলরক্ষক।

বিরতির খানিক আগে অনেক দূর থেকে রোনালদোর দারুণ একটি ফ্রি-কিক ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোনালদো ডি-বক্সের পাঁচ গজ দূরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় ইউরোপ চ্যাম্পিয়নরা। পাঁচবারের বর্ষসেরা তারকার নেয়া শট সামনের রক্ষণ প্রাচীরের মধ্যে দিয়ে গিয়ে এক ড্রপে জালে জড়ায়।

দুইবার এ শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এই নিয়ে সাতটি গোল করলেন।

গত বছর জাপানে স্বাগতিক দল কাশিমা অ্যান্টলার্সকে ফাইনালে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত