টট্টির সেরা রোনালদো

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৪:১০

সাহস ডেস্ক

ফিফার বর্ষসেরা খেলোয়াড় কে? লিওনেল মেসি, নেইমার নাকি ক্রিস্তিয়ানো রোনালদো। উত্তরটা পেতে হয়তো অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন। তার আগেই এই পুরস্কার দাবিদারের নাম ঘোষণা করে দিয়েছেন ইতালীয় গ্রেট ফ্রান্সেসকো টট্টি। সবার আগে পর্তুগিজ তারকা রোনালদোকেই এগিয়ে রাখলেন তিনি, ‘ওরা তিনজনই ভিনগ্রহের ফুটবলার। সব শেষে আমার কাছে মনে হয় রোনালদই ওদের থেকে এগিয়ে।’ কেন রোনালদোকে এগিয়ে রাখা? এর ব্যাখ্যায় টট্টি দাঁড় করালেন গত মৌসুমের দুর্দন্ত পারফরম্যান্স,‘কারণ ও মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে। ওর নিজের ক্লাবের হয়ে দুর্দান্ত সব গোলই সে করেছে।’

একইভাবে রিয়াল মাদ্রিদ কোচ জেনেদিন জিদানকেও সেরা কোচের তালিকায় এগিয়ে রেখেছেন তিনি, ‘একই কারণে আমার মনে হয় জিদানও সেরা। গত মৌসুমে প্রাপ্য সবটুকুই সে জিতে নিয়েছে।’

সেরা গোলরক্ষক হিসেবে অবশ্য সেরা কাউকে বেছে নিতে পারেননি টট্টি। জুভেন্টাস তারকা জিয়ানলুইজি বুফন ও রিয়াল তারকা কেইলর নাভাসকেই মূল প্রতিযোগী হিসেবে দেখছেন তিনি। যার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় জিয়ানলুইজি বুফনের সুযোগ আছে এই পুরস্কার জেতার। ব্যক্তিগতভাবে কিন্তু ও সেরা। তার সাহায্যেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেছে তার দল।  আবার কেইলর নাভাসের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমার মনে হয় শেষ দিকে ওদের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা হবে।’

২৩ অক্টোবর এই পুরস্কার ঘোষণা করা হবে লন্ডন প্যালাডিয়ামে। গতবার এই পুরস্কার জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত