নতুন বছরে প্রোটিয়াদের সঙ্গে টেস্ট খেলবে ভারত

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৬

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডেতে টেস্ট খেলার কথা ছিল ভারতের। কিন্তু দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থাকায় নির্ধারিত সময়ে সেখানে আর খেলা হচ্ছে না কোহলিদের। তারপর থেকেই দুই দেশের বোর্ডের মাঝে এ নিয়ে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত আগামী জানুয়ারিতে প্রোটিয়াদের সঙ্গে খেলতে সম্মত হয়েছে ভারত। নতুন বছরের টেস্ট আগামী ৫ অথবা ৬ জানুয়ারিতেই হবে বলে শোনা যাচ্ছে।

এই সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। যা নিয়ে এই বছরের শুরু থেকে এই সিরিজ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল দুই বোর্ড। আগস্টে ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে ছাড়া সেখানে যেতে পারবে না তারা। কারণ একই বছরে দুই বার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবে ভারত। তাই বক্সিং ডে টেস্ট না হওয়ায় ভিন্ন সূচি খুঁজছিল দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে দলের ক্রিকেটারদের হাল্কা বিশ্রাম দিয়েই পরের সিরিজ খেলার পক্ষে বিসিসিআই। এমন অবস্থায় ৪ জানুয়ারি নতুন বছরের টেস্ট খেলতে ভারতকে রাজি করাতে চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যদিও এ নিয়ে মুখ খুলেনি ভারত। আর প্রোটিয়দের এমনটি করার পেছনে আরেকটি কারণ হচ্ছে ‘গেট মানি’ আদায়।

ঐতিহ্যকে ধরে রাখতে সাধারণত ২ জানুয়ারি নতুন বছরের (নিউ ইয়ারস টেস্ট) টেস্ট খেলে থাকে প্রোটিয়ারা। যদিও ভারতের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি।

তবে জানা গেছে, টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলবে দুই দল। সেই লক্ষ্যে হয়তো ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। আর বক্সিং ডে টেস্টের সময়টা কাজে লাগাতে ভিন্ন প্রতিপক্ষের অপেক্ষায় রয়েছে তারা। যার নাম ঘোষণা করা হবে শিগগিরই।

সূত্র: ক্রিকইনফো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত