বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১১:৪৬

সাহস ডেস্ক

এ বছর বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল। 

গতকাল ২৬ এপ্রিল (বুধবার) রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দুপক্ষের সম্মতিতেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সিরিজ। আগামী জুলাই-আগস্টে প্রস্তাবিত সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে আসতে চায় না পাকিস্তান, ‘এ বছর ওদের (বাংলাদেশ) এখানে (পাকিস্তানে) আনা যায় কি না তা নিয়ে কথা বলেছিলাম। পাকিস্তান দুবার বাংলাদেশ সফর করেছে, আমরা টানা তৃতীয়বার যেতে চাই না। এ কারণেই সফর স্থগিত করেছি। দেখি আগামী বছর সময় পাওয়া যায় কিনা।’

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। সেবার পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলে টাইগাররা। এরপর ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান বাংলাদেশকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানালেও নিরাপত্তাজনিত কারণে সিরিজগুলো খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর ফলে বিসিবির কাছ থেকে তিন লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছে পাকিস্তান।

সূত্রঃ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত