তামিমের সেঞ্চুরী, দলীয় দুইশ পার

প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৮:১৭

সাহস ডেস্ক

ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তামিম ও সাকিব এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। আন্তর্জাতিক ১০ হাজার রান করা তামিম সেঞ্চুরী পূর্ণ করলো ১২৭ বলে। অর্ধ-শতক করলো সাকিব।

দলীয় শতক পেরোনোর পরই হঠাৎ বিপর্যয়। পরপরই আউট হয়ে গেল সাব্বির-মুশফিক। তামিম (১০১) ও সাকিবের (৫০) ব্যাটিংয়ে এগুচ্ছে বাংলাদেশ। ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪১ রান পেরোলো সফরকারীরা।

সৌম্যের ধাক্কাটা সামলে নিয়েছিল বাংলাদেশ। সাব্বির (৪৪) ও তামিমের (৩৯) দুর্দান্ত ব্যাটিং শৈলীতে ১৯ ওভারেই ১০০ রান পেরোলো সফরকারীরা। 

সুরঙ্গা লাকমলের দেরিতে সুইং করে বেরিয়ে যাওয়া বল ফ্লিক করতে চেয়েছিলেন সৌম্য সরকার। পারেননি, ব্যাটের কানায় লাগা ক্যাচ সহজেই গ্লাভসে নেন দিনেশ চান্দিমাল। ১৩ বলে দুটি চারে ১৩ রান করে সৌম্য ফিরে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২৯/১।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলপতি উপল থারাঙ্গা। তবে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টস জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি। 

২৫ মার্চ (শনিবার) রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বেলা তিনটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মিরাজের মাথায় টুপি পড়িয়ে দেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ১৯ বছর বয়সী মিরাজ বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার।

টেস্টে সিরিজ ড্র (১-১) হওয়ার পর এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে দুই দল। ডাম্বুলায় আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে বাড়তি শক্তি বদলে যাওয়া টাইগারদের পারফর্ম। শেষবার এই মাঠে ২০১০ সালের এশিয়া কাপে খেলেছিল লাল-সবুজরা। সে আসরের সবক’টি ম্যাচই বাজে ভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাষিশ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা স্কোয়াড:
উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমাল, কুশল মেন্ডিস, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, লাকসান সান্দাকান, ভিকুম সানঞ্জয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত