টেস্ট র‍্যাংকিংয়ে ৩ পয়েন্ট হারালো বাংলাদেশ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩১

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই র‍্যাংকিংয়ে এই উন্নতিটা হতো। কিন্তু সফরে টানা দুই টেস্ট হেরে খুইয়েছে তিন রেটিং পয়েন্ট।

নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬২। পয়েন্ট কমলেও নবম স্থানেই আছে র‍্যাংকিং। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৯। আর মাত্র ৫ রেটিং পয়েন্ট নিয়ে তলানিতে আছে জিম্বাবুয়ে।

টেস্ট র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান ৭ম, যা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে।

এ দুটি ম্যাচ জিতে দুই রেটিং পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডের রেটিং বেড়ে হয়েছে ৯৮। র‍্যাংকিংয়েও ওপরে উঠেছে তারা, পাঁচ নম্বরে। ৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছয় নম্বরে নেমেছে। তাদের ঠিক পেছনেই আছে শ্রীলঙ্কা (৯৬)।

টেস্টে ১২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পরই অস্ট্রেলিয়া (১০৯) ও দক্ষিণ আফ্রিকার (১০৭) অবস্থান। আর চার নম্বরে ইংল্যান্ড (১০১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত