হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে গুগলের নতুন অ্যাপ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৬

সাহস ডেস্ক

হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে এবার মেসেজিং অ্যাপ আনল গুগল। দুটি নতুন অ্যাপ আনছে গুগল। একটি ভিডিও চ্যাটিং অ্যাপ ‘ডুয়ো’ও অপরটি চ্যাট অ্যাপ ‘অ্যালো’। গত মাসেই চালু করা হয়েছে ‘ডুয়ো’অ্যাপ আর এবার আনুষ্ঠানিকভাবে ‘অ্যালো’অ্যাপ নিয়ে এল গুগল।   

ফোন নম্বরের মাধ্যমেই অ্যালো অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করা সম্ভব। অর্থাৎ বন্ধুদের খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের মত ফোন নম্বর দিয়েই। গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে এই অ্যাপ। প্রচুর ইমোজি ও স্টিকার থাকবে অ্যালোতে। এমনকি অঞ্চলের ভিত্তিতে স্টিকারও থাকছে এই অ্যাপে। এই অ্যাপের মধ্যেই ইন-বিল্ট থাকবে গুগল সার্চ ইঞ্জিন। @google টাইপ করে সার্চ করা যাবে। অর্থাৎ কথোপকথন চলাকালীন কিছু সার্চ করার প্রয়োজন পড়লে অ্যাপের বাইরে গিয়ে সার্চ করতে হবে না।       

সূত্রের খবর, গুগল ডুয়ো অ্যাপে চালু করতে চলেছে অডিও কলিং-এর সুবিধাও। গুগলের এক কর্মকর্তা জানিয়েছেন, ভয়েস কলিং-এর সুবিধাও আনা হচ্ছে খুব শীঘ্রই। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত