সংসদে ঈদ জামাত সকাল ৮টায়

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৪:৩৭

সাহস ডেস্ক

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এবার সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৩ জুন) সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

কর্মকর্তারা জানান, ঈদ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। জাতীয় সংসদের চিফ হুইপ, অন্যান্য হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য (এমপি) ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। 

উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত