শনিবার শাহজালাল (র.) মাজারে ওরশ

প্রকাশ : ১১ আগস্ট ২০১৭, ১৮:২৫

সাহস ডেস্ক

হযরত শাহজালাল (র.) মাজারে ৬৯৮তম পবিত্র ওরশ আগামীকাল শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। পরদিন রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘটবে।

ওরশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে ওরশ সম্পন্ন করতে এবং আগত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কিছু নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে : পবিত্র ওরশে আগত ধর্মপ্রাণ মুসল্লীকে ব্যাগ, পোটলা, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহন না করা। 

এসএমপি কমিশনার জানান, ওরশ চলাকালে নগরীর কিছু সড়কে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

মাজারের সরেকওম (মোতাওয়ালি) ফতেহ উল্লা আল আমান জানান, ওরশের নিরাপত্তার জন্য মাজার কমিটি ও পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত